ইসতিহাযায় আক্রান্ত মহিলার প্রত্যেক সালাতের জন্য গোসল করা

0
369

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: উম্মে হাবীবা বিনতে জাহাশ (রা:) রাসূল (সা:) এর কাছে বিধান জানতে বলেন: আমি ইস্তিহাযায় আক্রান্ত হয়ে পড়েছি। কোন সময়ে পবিত্র হই না। এমতাবস্থায় সালাত ছেড়ে দিব কি?

জবাবে রাসূল (সা:) বললেন না, এতো শিরার রক্ত। তুমি গোসল করে সালাত আদায় করে নিবে। অত:পর উম্মে হাবীবা বিনতে জাহাশ (রা:) প্রতি সালাতের জন্য গোসল করে নিতেন।

ইমাম তিরমিযী (র:) বলেন: যুহরী- আমরা আয়েশা (রা:) সূত্রেও এই হাদিসটি বর্ণিত রয়েছে।

(তিরমিযী শরীফ: হাদিস নং: ১২৯)

(আমরা হাদিস বেশি বেশি পড়বো। হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + eleven =