আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা

0
208

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আসরের সালাত আদায় করেছেন আর তখনও সূর্যের আলো আমার কক্ষের মধ্যে ছিল, আলোর ছায়া কক্ষ থেকে দূর হয়ে যায়নি। আসরের সালাত বিলম্বে পড়া সমপর্কে একটি হাদিস রাফি‘ (রা:) এর সূত্রে রাসূলুল্লাহ (সা:) থেকে বর্ণিত আছে; কিন্তু এটি সহীহ নয়। ইমাম তিরমিযী (র:) বলেন: আয়েশা (রা:), আনাস (রা:) এর মত ফকীহ সাহাবীগণ এবং একাধিক তাবিঈও আসরের সালাত তাড়াতাড়ি আদায় করার পক্ষে  মত গ্রহণ করেছেন। তাঁরা আসরের সালাত বিলম্বে আদায় করা মাকরূহ বলে অভিমত দিয়েছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৯)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 19 =