ইশার সালাতের ওয়াক্ত

0
284

হযরত নু‘মান ইবনে বাশীর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি সালাত (‘ইশা)- এর ওয়াক্ত সম্পর্কে অধিক জানি। চান্দ্র মাসের তৃতীয় রজনীতে চাঁদ অস্ত যাওয়ার সময় রাসূলুল্লাহ (সা:) এই ওয়াক্তের সালাত আদায় করতেন। হযরত আবূ আওয়ানা (র:) থেকে বর্ণনা পরস্পরায় আবূ বকর মুহাম্মদ ইবনে আবান সনদে হাদিসটি অনুরূপ রিওয়ায়াত করা হয়েছে।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৭-১৫৮)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + thirteen =