মাগরিবের সালাতের ওয়াক্ত

0
280

হযরত সালামা উবনুল আকওয়া‘ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: সূর্য যখন অস্ত যেত এবং তা আঁধারের পর্দায় আচ্ছাদিত হয়ে পড়ত তখন রাসূলুল্লাহ (সা:) মাগরিবের সালাত আদায় করতেন। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত সালামা ইবনুল আকওয়া (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মাগরিবের সালাত তাড়াতাড়ি আদায় করার পক্ষে মত গ্রহণ করেছেন এবং তা বিলম্বে পড়া মাকরূহ বলে অভিমত দিয়েছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৬৪)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 1 =