ইসফার অর্থাৎ চারদিক ফর্সা হয়ে গেলে ফজর আদায় করা

0
177

হযরত রাফি‘ ইবনে খাদিজ (রা:) তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি: তোমরা ইসফার অর্থাৎ চতুর্দিক ফর্সা হয়ে গেলে ফজরের সালাত আদায় করবে। কেননা এতে রয়েছে অনেক ছাওয়াব। ইমাম তিরমিযী (র:) বলেন: রাফি‘ ইবনে খাদিজ (রা:) বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও তাবিঈগণের অনেকেই চতুর্দিক ফর্সা হয়ে গেলে ফজরের সালাত আদায় করার পক্ষে মতামত গ্রহণ করেছেন। ইমাম আবূ হানিফা সুফিয়ান ছাওরীরও অভিমত এটাই।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৪)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 17 =