আযান যে দিবে সে-ই ইকামত দিবে

0
383

হযরত যিয়াদ ইবনুল হারিছ সুদাঈ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একদিন ফজরের সময় রাসূলুল্লাহ (সা:) আমাকে আযান দিতে আদেশ করলেন। আমি আযান দিলাম। কিন্তু সালাতের সময় হযরত বিলাল (রা:) ইকামত দিতে চাইলে তিনি বললেন: তোমার ভাই সুদাঈ আযান দিয়েছে। আর যে ব্যক্তি আযান দেয় সে-ই ইকামত দিবে। উক্ত বিষয়ে হযরত উমর (রা:) থেকেও হাদিস বর্ণিত রয়েছে।

ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত যিয়াদ (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি আমরা ইফরিকী- এর সনদে জানতে পেরেছি। হাদিস বিশেষজ্ঞদের দৃষ্টিতে ইফরিকী বর্ণনাকারী হিসেবে যঈফ। ইয়াহহিয়া ইবনে সাঈদ আল- কাত্তান প্রমুখ হাদিস বিশেষজ্ঞ তাকে যঈফ বলে আখ্যা দিয়েছেন। ইমাম আহমদ (র:) বলেন: আমি ইফরিকীর হাদসী লিপিবদ্ধ করিনা। (তিরমিযী শরীফ- হাদিস নং-১৯৯।) (আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − eleven =