উযূ ছাড়া আযান দেওয়া মাকরূহ

0
392

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (সা:) ইরশাদ করেছেন: উযূ ছাড়া কোন ব্যক্তি যেন আযান না দেয়। হযরক ইবনে শিহাব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে হযরত আবূ হোরায়রা (রা:) বলেছেন: উযূ ছাড়া কোন ব্যক্তি যেন সালাতের আযান না দেয়। উযূ ছাড়া আযান দেওয়ার ব্যাপারে উলামাগণের মধ্যে মতভেদ রয়েছে। কোন কোন ফকীহ তা মাকরূহ বলে ফতোয়া দিয়েছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২০০,২০১।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − 7 =