সিজদার সময় কোন কিছুতে ভর দেওয়া

0
419

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, সাহাবীগণ রাসূলুল্লাহ (সা:) এর নিকট সিজদার সময় হাত শরীর থেকে সরিয়ে পৃথক রাখলে কষ্ট হয় বলে উযর প্রকাশ করলে তিনি বলেছিলেন: এই ক্ষেত্রে তোমরা হাঁটুর সাহায্য গ্রহণ করো। (অর্থাৎ কনুই ও হাঁটুতে ভর দিয়ে সিজদা করো। এতে তোমাদের কষ্ট কম হবে।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২৮৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 2 =