সিজদা থেকে কিভাবে দাঁড়াবে

0
613

হযরত মালিক ইবনে হুওয়ায়রিছ আল-লায়ছী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা:) কে তিনি সালাত আদায় করা অবস্থায় দেখেছেন। তিনি যখন বেজোড় রাকা‘আতের সিজদা থেকে উঠতেন তখন সোজা হয়ে না বসে উঠতেন না। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত মালিক ইবনে ইবনে হুওয়ায়রিছ (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) পায়ের অগ্রভাগে ভর দিয়ে সালাতের সিজদা থেকে উঠে দাঁড়াতেন।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২৮৭-২৮৮)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × five =