সালাতের পূর্ব শর্ত হলো অযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা

0
352

সঠিক ভাবে অযু না করলে সালাতই হবে না। অযু করার সময় তাড়াহুড়ো করা, উচ্চ শব্দে গড়্গড় করে কুলি এবং নাক ঝাড়া, অযু করার সময় অযুর পানি পাশের লোকের গায়ে লাগা, পানি অপচয়ের দিকে নজর না দিয়ে কল ছেড়ে রাখা, প্রয়োজন ব্যতীত কথা বলা ইত্যাদি বর্তমানে লক্ষ্য করা যায় যা সম্পুর্ণভাবে অনুচিত। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। উনার সামনে দাড়ালে সুন্দরভাবে দাড়ানো কি আমাদের কর্তব্য নয়? অযুতে সাধারণত যা বর্তমানে লক্ষ্য করা যায় – * শুরুতে বিসমিল্লাহ না বলা ( উচ্চারণ করে হোক বা মনে মনে হোক ) * এক হাতের আঙুল দিয়ে অপর হাতের আঙুলগুলো ভালোভাবে খিলাল না করা, যাতে পানি আঙুলের ফাকে বা মাঝে পৌছায়। * মুখে পানি নিয়ে ভালো মতো কুলি না করা, ভালোভাবে কুলি করতেই হবে শুধু পানি নিয়ে ফেলে দিলে হবে না। মুখের ভেতরের সমস্ত অংশ ভিজতে হবে। গড়্গড় করুন তবে সুন্দর এবং শালীন ভাবে। * নাকি পানি দিতে হবে নাহয় পানি টেনে নাকের ভেতরে নিতে হবে, পানি নাকে ছিটানোর ব্যবহার দেখা যায় কিন্তু পানি ছেটানো যাবে না। পানি হাতে নিয়ে তা নাকের মধ্যে দিতে হবে। * নাক ঝাড়তেই হবে। তবে সুন্দর এবং শালীন ভাবে। * পায়ের আঙুল খিলাল করতে হবে। পায়ের পাতা এবং পায়ের গিড়া ভালো ভাবে ভেজাতে হবে। * প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। কুলি করা, নাকে পানি দেওয়া, মাথা মাসেহ করা, হাত পায়ের আঙুল খিলাল করা ইত্যাদি কাজের সময় কল অবশ্যই বন্ধ রাখতে হবে। আমার দৃষ্টিতে দেখা এগুলোই প্রধান। হয়তো আরো আছে! উত্তমরূপে কিভাবে অযু করতে হয় তা আমাদের জন্য জানা আবশ্যক। লজ্জা না পেয়ে পাশের কাউকে বা বিজ্ঞ কাউকে এই মুহুর্তেই জিজ্ঞেস করুন। যেহেতু অযু না হলে সালাত হবে না সেহেতু না জানার কারনে সারা জীবনের সালাত কবুল নাও হতে পারে!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + four =