সালাতের শেষে সালাম ফিরানো

0
299

                       “আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ”

হযরত আব্দুল্লাহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) তাঁর ডানে ও বামে সালাম ফিরাতেন এবং বলতেন:

এই বিষয়ে সা‘দ ইবনে আবী ওয়াক্কাস, ইবনে উমার, জাবির ইবনে সামূরা, বারা, আবূ সাঈদ, আম্মার ওয়াইল ইবনে হুজ্র, আদী ইবনে আমীরা, জাবির ইবনে আব্দুল্লাহ (রা:) থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম তিরমিযী (র:) বলেন: আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকেও বর্ণিত হাদিসটি হাসান সহীহ। হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযূর (সা:) নামাযে সামনের দিকে একবার মাত্র সালাম দিতেন পরে ডান দিকে সামান্য একটু ফিরতেন।

 (তিরমিযী শরীফ- হাদিস নং-২৯৫-২৯৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 2 =