সালাম দীর্ঘ না করা সুন্নত

0
310

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, সালামে ‘হযফ’ করা সুন্নত। বর্ণনাকারী আলী ইবনে হূজ্র (র:) বলেন, ইবনে মুবারক (র:) বলেছেন: হযফ করা অর্থ হল অতি দীর্ঘ না করা।

ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান-সহীহ।

উলামাগণ এই বিষয়টিকে পছন্দনীয় বলেছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৯৭)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 19 =