কিবলার শুরু

0
328

হযরত বারা ইবনে আযিব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযূর (সা:) এর মদীনা আগমনের পর বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি ষোল কি সতের মাস নামায পড়েন। কিন্তু কা‘বা শরীফের দিকে ফিরে নামায আদায় করার প্রতিই ছিল তাঁর আকর্ষণ। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন:

আঁকাশের দিকে তোমার বার বার তাকানো আমি অবশ্য লক্ষ্য করি, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মাসজিদুল হারাম (কা‘বাশরীফ)-এর দিকে মুখ ফিরাও। (সূরা বাকারা:১৪৪)

অনন্তর তিনি বায়তুল্লাহ কা‘বা শরীফের দিকে ফিরে সালাত আদায় করেন। আর সেটিই তিনি ভালবাসতেন।

হযরত ইবনে উমর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: তারা তখন ফজরের সালাতে রুকূরত ছিলেন।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে উমর (রা:) বর্ণিত হাদিসটি হাসান।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৪০-৩৪১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + fourteen =