পূর্ব ও পশ্চিমের মধ্যে কিব্লা

0
248

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, হুযূর (সা:) ইরশাদ করেছেন: পূর্ব ও পশ্চিমের মাঝখানে হল কিব্লা

(যে সমস্ত অঞ্চল মক্কার উত্তরে বা দক্ষিণে অবস্থিত এ কথাটি সে সব অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মদীনার অবস্থান মক্কার উত্তরে। সে দৃষ্টিকোণ থেকেই রাসূলুল্লাহ (সা:) এই কথা বলেছিলেন।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: দৃষ্টিকোণ থেকেই আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদিসটি অন্য সূত্রেও বর্ণিত আছে।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৪২-৩৪৩)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + three =