কোন জিনিসই মুসল্লীর নামায বিনষ্ট করতে পারে না

0
199

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি একদিন ফায্লের পিছনে একটি মাদী গর্দভের উপর আরোহন করে (মিনায়) আসলাম। হুযূর (সা:) তখন তাঁর সাহাবীদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। আমরা গর্দভীটি থেকে নেমে সালাতের কাতারে শামিল হলাম। গর্দভীটি মুসল্লীদের সামনে দিয়ে চলে গেল কিন্তু এতে তাদের কারো সালাত বিনষ্ট হয়নি।

উক্ত বিষয়ে হযরত আয়েশা, ফাযল ইবনে আব্বাস ও ইবনে উমার (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত রয়েছে।

ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে আব্বাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৩৭)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + 14 =