মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত করা নিন্দনীয়

0
298

হযরত বুসর ইবনে সাঈদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা সম্পর্কে হুযূর (সা:) থেকে আবূ জুহাইম (রা:) কি জেনেছেন সে বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তাঁর কাছে যায়েদ ইবনে খালেদ আল-জুহানী (রা:) জৈনিক ব্যক্তিকে পাঠান। আবূ জুহাইম (রা:) বললেন: মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াতকারী যদি জানত যে এতে কি শাস্তি নিহিত রয়েছে তাহলে মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করার চেয়ে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাও তার জন্য শ্রেয় (মনে) হত।

হাদিসের রাবী আবুন নাযর বলেন: চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন তা আমি জানি না।

ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আবূ জুহাইম (রা:) বর্ণিত হাদিসটি হাসান গরীব।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৩৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 2 =