শুক্রবার দিনে গোসল করা

0
263

হযরত সালিম (র:) তাঁর পিতা (ইবনে উমর) সূত্রে বর্ণনা করেন যে, তিনি মহানবী (সা:) কে বলতে শুনেছেন: যে ব্যক্তি জুমুআয় হাযির হবে সে যেন গোসল করে নেয়। এই বিষয়ে আবূ সাঈদ, উমর, জাবির, বারা, আয়েশা ও আবূ দারদা (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে উমর (রা:) হতে বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৯২) (আমরা বেশি বেশি হাদীস পড়বো। অপরকে হাদীসের বাণী পৌছে দিবো। নিজে হাদীসের আমলগুলো করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 4 =