শুক্রবার দিন গোসল করার ফযীলত

0
243

হযরত আওস ইবনে আওস (রা:) হতে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) বলেছেন: যে ব্যক্তি জুমুআর দিনে সকাল সকাল গোসল করল এবং গোসল করাল তারপর তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল তার প্রত্যেক কদমের বিনিময়ে রয়েছে এক বছরের  সিয়াম ও কিয়ামের (সালাতের) ছওয়াব।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আওস ইবনে আওস (রা:) হতে বর্ণিত হাদীসটি হাসান।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৯৬)

(আমরা বেশি বেশি হাদীস পড়বো। অপরকে হাদীসের বাণী পৌছে দিবো। নিজে হাদীসের আমলগুলো করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × three =