ইমামের খুতবা দেয়ার সময় কথা বলা অবৈধ

0
266

হযরত আবূ হোরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) বলেছেন: ইমামের খুতবা দেয়ার সময় কেউ যদি (কাউকে) বলে: চুপ করুন, তবে সেও অনর্থক কাজ করল।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) হতে বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫১২)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

অপরকে হাদীসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =