ইমাম খুতবা দিচ্ছেন এমতাবস্থায় যদি কেউ মসজিদে আসে, তবে এ ব্যক্তির জন্য দু’রাকাআত তাহিয়্যাতুল মসজিদ নামায পড়া

0
248

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা:) হতে বর্ণিত তিনি বলেন যে: একবার জুমু‘আর দিন হুযূর (সা:) খুতবা দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হল। হুযূর (সা:) তাকে বললেন: তুমি কি (তাহিয়্যাতুল মাসজিদের দু‘রাকাআত) নামায পড়েছ? সে বলল না। রাসূলুল্লাহ (সা:) বললেন: উঠ এবং নামায পড়।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই হাদীসটি হাসান-সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫১০)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

অপরকে হাদীসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − three =