দুগ্ধপোষ্য ছেলের প্রসাবে (পাক করার জন্য) পানি ছিটিয়ে দেয়া

0
284

হযরত আলী ইবনে আবী তালিব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) দুগ্ধপোষ্য শিশুর প্রসাব (পাক করা) সম্পর্কে বলেছেন: ছেলে শিশুর প্রসাবে পানি ছিটিয়ে দেয়া হবে আর মেয়ে শিশুদের প্রসাব ধুইতে হবে।

কাতাদা (রা:) বলেন: এই পার্থক্য বিবেচ্য হবে যতদিন তারা (প্রচলিত) খাদ্য গ্রহণের উপযুক্ত না হবে ততদিন। আর যখন তারা খাদ্য গ্রহণযোগ্য হয়ে যাবে তখন উভয়ের প্রসাবই ধুইতে হবে।

হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি হাসান।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬১০)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × two =