কতটুকু পানি উযূর জন্য যথেষ্ট

0
353

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) বলেন: উযূর জন্য রতল ১ পরিমাণ পানিই যথেষ্ট।

হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি গরীব।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬০৯)

সুফইয়ান ছাওরী (রা:) আনাস (রা:) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা:) এক মুদ্দ পরিমাণ পানি দিয়ে উযূ এবং এক ছা‘ পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 9 =