এই বিষয়ে আর একটি অনুচ্ছেদ

0
334

হযরত আবূ উমামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) কে আমি বিদায় হজ্জের খুতবায় বলতে শুনেছি, তোমরা আল্লাহকে ভয় করবে, তিনি তোমাদের রব। তোমরা পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে, তোমরা রমযান মাসের সিয়াম পালন করবে, তোমাদের সম্পদের যাকাত দিবে, তোমাদের শাসনকর্তাদের আনুগত্য করবে, তা হলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে দাখেল হতে পারবে।

রাবী বলেন, আমি আবূ উমামা (রা:) কে বললাম: কতদিন আগে আপনি এই হাদীসটি শুনেছেন?

তিনি বললেন: আমার বয়স যখন ত্রিশ বছর তখন আমি এই হাদীসটি শুনেছিলাম।

হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি হাসান-সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬১৪)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =