যাঞ্চাকারীর অধিকার

0
388

হযরত আব্দুর রহমান ইবনে বুজাইদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: যেসব মহিলা হুযূর পাক (সা:) এর হাতে বাইআত গ্রহণ করেছিলেন তিনিও তাদের অন্তর্ভুক্ত। তিনি হুযূর (সা:) কে বলেন, আমার দরজায় ভিক্ষুক এসে দাঁড়ায়, অথচ তাকে দেওয়ার মত কিছু আমার হাতে থাকে না। নবী পাক (সা:) তাকে বলেন: তুমি যদি তাকে দেওয়ার মত (পশুর পায়ের) একটি ক্ষুর (যৎসামান্য জিনিস) ছাড়া আর কিছু না পাও তবে তার হাতে তাই তুলে দাও।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬১৭)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 1 =