মৃতের পক্ষ থেকে দান- সদকা করা

0
458

হযরত আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমার মা মৃত্যুবরণ করেছেন। আমি যদি তার পক্ষ থেকে দান সদকা করি তবে এতে কি তার কোন উপকার হবে? নবী করীম (সা:) বলেন: হ্যাঁ। সে বলল আমার একটি বাগান আছে। আমি আপনাকে স্বাক্ষী করে তার পক্ষ থেকে তা দান করে দিলাম।

আলেমগণ এ হাদীস অনুসারে মত প্রকাশ করেছেন। তাঁরা বলেন, দোয়া এবং দান- সদকা মৃত ব্যক্তির কাছে পৌছে যায়। ‘মাখরাফ’ শব্দের অর্থ “ফলের বাগান”।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬২১) আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − six =