স্বামীর গৃহ থেকে স্ত্রীর কিছু দান করা

0
376

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, নবী পাক (সা:) এর স্ত্রী যখন স্বামীর গৃহ থেকে কিছু দান করে এতে তার সাওয়াব হয়। স্বামীর জন্যও সমপরিমাণ সাওয়াব হয় এবং ভান্ডারীর জন্যও সমান সাওয়াব হয়। এতে একজন অপরজনের সাওয়াবের কিছুই কমাতে পারে না। স্বামীর উপার্জন করার কারণে এবং স্ত্রীকে খরচ করার কারণে সাওয়াব দেওয়া হয়।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬২৩)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

৮৮৮৮৮৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + 10 =