ভিক্ষা করা নিষেধ

0
433

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলে পাক (সা:) কে বলতে শুনেছি: তোমাদের কোন ব্যক্তি সকাল বেলা গিয়ে কাঠ সংগ্রহ করে তা পিঠে করে বহন করে এল তা হতে প্রাপ্ত উপার্জন থেকে সে দান –সাদকা করল এবং মানুষের নিকট হাত পাতা থেকে বিরত থাকল। অন্যের কাছে হাত পাতার চেয়ে এটা তার জন্য অনেক উত্তম। আর অন্যের কাছে চাইলে সে তাকে দিতেও পারে নাও দিতে পারে। কেননা নীচের হাতের চেয়ে উপরের হাত (দান গ্রহণকারীর চেয়ে প্রদানকারী) উত্তম। নিজের পোষ্যদের থেকে (অর্থ ব্যয় ও দান-সদকা শুরু কর।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬৩২)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।                            

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 19 =