আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে নেক আমল করবেন

0
273

সকল নেক আমল করতে হয় শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর মোহাম্মদ সাঃ যেভাবে করতে বলেছেন। আপনি পিতা-মাতা, জীবনসঙ্গী, ভাই-বোন,

আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাইকে ভালোবাসবেন শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যাদের হক বেশি যেইভাবে হক আদায় করতে বলা হয়েছে সেইভাবে করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মের ভিতর থেকে সকল নেক আমল করতে পারলে হক আদায় করতে পারলে প্রতি মুহূর্ত মানসিক শান্তি পাবেন আর পরকালেও উত্তম প্রতিদান পাবেন। মানুষ কে দেখাতে জানাতে শয়তান ওসোয়াসা দেয়। ওমনটা করলে সেটা আর তখন আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে না। ওমনটা করলে একজন মনেও শান্তি পাবে না আর পরকালেও প্রতিদান পাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে যাবে তারা অভাব আসলে ধৈর্য ধরবে, একজন অসুস্থ হলে আরেকজন সেবা করবে, কোনো অবস্থাতেই ঝগড়া করবে না কারন তারা বিশ্বাস করে ঝগড়া আল্লাহ অপছন্দ করে আর শয়তান পছন্দ করে।যখন স্বামী স্ত্রী ইসলামের ভিতর থেকে একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসে যাবে শয়তান তাদের ভিতর ঝগড়া লাগাতে পারবে না অশান্তি সৃষ্টি করাতে পারবে না। শয়তান প্রতি মুহূর্তে তাদের কাছে হেরে যাবে। আর ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ না করলে একজন কখনো শয়তানের ধোকা বুঝে না। তখন শয়তান যেমনটা করতে ওসোয়াসা দেয় একজন তেমনটাই করে। একবার তিন হুন্ডা সমানে হর্ন বাজাতে বাজাতে রাস্তার মানুষ বিল্ডিং এর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তিন হুন্ডাতেই তাদের বেপর্দা প্রেমিকা। শয়তান ওসোয়াসা দিয়েছে সবাইকে এইভাবে দেখিয়ে দে তোদের ভালোবাসা আর তারা তো শয়তানের ধোকা বুঝবে না যেমন ওসোয়াসা তেমন কাজ। এদের প্রেম বিয়েতে গড়ালেও কখনো সুখী হতে পারবে না। শয়তান বিভিন্ন কিছু নিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি লাগিয়েই রাখবে। ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ করা ছাড়া কখনো শয়তানের ধোকা বোঝা যায় না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =