সবর কেন করবেন?

0
250

আপনি বিপদগ্রস্ত? অসুস্থ? রিজিকের সমস্যায় আছেন? আপনার কিছু প্রয়োজন? প্রেসানি করছেন কেন?? এতো ছুটাছুটির করছেন কেন? আপনি না, মুমিন? আর এই কঠিন পরিস্থিতে

 মুমিন কি করবে?? আপনি কি চান না, এই কঠিন পরিস্থিতে আল্লাহ্‌ আপনার সাথে থাকেন??? তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম সবর করুন, অতঃপর সলাতে দাড়িয়ে যান, আল্লাহ্‌র কাছে বলুন আপনার প্রয়োজন, আল্লাহ্‌র কাছেই চান,  ইন্নাল হামদালিল্লাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল কারিম। এটা শুধু আমার নসিহতই নয়, বরং স্বয়ং আল্লাহ্‌ সুবহানুতায়ালারই কথাঃ মহান আল্লাহার বানীঃ “হে ইমানদারগন তোমরা সাহায্য চাও সবর আর সলাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ্‌ সবরকারিদের সাথে রয়েছেন” সুরা বাকারা আয়াত- ১৫৩ হ্যাঁ এর পরে আপনি চেষ্টা করেন সমস্যা সমাধানের, আপনি অবশ্যই, নিশ্চিত ভাবে আল্লাহ্‌কে সাথে পাবেন, আল্লাহ্‌র দয়া ও সাহায্য প্রত্যক্ষ করবেন, এটা সুনিশ্চিত, কারন এটা আল্লাহ্‌র ওয়াদা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − four =