দশটি আমল করতে পারলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে

0
490

 ১/ দৃষ্টি হেফাজত করা। ২/ বেশি বেশি কালেমা পাঠ করা। ৩/ সর্বহালতে শুকরিয়া আদায় করা। ৪/ সব সময় মিসওয়াক করা। ৫/ বেশি বেশি দান-সদকাহ করা। ৬/ আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ

করা। ৭/আল্লাহ পাকের পূর্ণ মহব্বত অন্তরে প্রকাশ করা। ৮/ আজানের জবাব দেয়া। ৯/ আল্লাহ পাকের ভয়ে গোনাহ ছেড়ে দেয়া। ১০/ বেশি বেশি আল্লাহ পাকের নিকট কালেমা নসিব হওয়ার জন্য দোয়া করতে থাকা। আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই আমল গুলো করার তাওফিক দান করুন, আর মৃত্যুর সময় কালেমা নসিব করুন, আমিন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − eight =