ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে কথা বলা জায়েয কি না

0
236

ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে দ্বীনি বিষয়ে ও কথা বলা যাবে না.. কেননা এগুলো নেক সূরতে শয়তানের ধোঁকা। 🔜রেফারেন্সঃ- যেখানে দু’জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।” (সহীহ্ তিরমিযী, ১১৭১) 🔜এখন ধরুনঃ- আপনি বা আমি যদি কারো

সাথে মোবাইলে কথা বলি…সেটা ও নির্জনে একত্রিত হওয়া নয় কি❓ 🔜কারনঃ- আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে চ্যাটিং SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে কোনোরুপ বাঁধা থাকে না।চ্যাটিং করে কথা বললে তা থেকে ফিতনা হয় এবং অশ্লীলতার প্রথম ধাপ। 🔜এ বিষয়ে মহান আল্লাহ পাক বলেন:”তোমরা অশ্লীলতার ধারে কাছে ও যেও না” (সূরা বনী ইসরাঈল, আয়াতঃ ৩২) এ বিষয়ে আরো দ্রষ্টব্য: (সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭) 🔜অশ্লীলতা তো দূরের কথা…এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলার ও বৈধতা নেই ননমাহরাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে…না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই। 🔜এ বিষয়ে আল্লাহ পাক বলেছেন: পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না…ফলে সেই ব্যক্তি কুবাসনা করে…যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে। মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। (সূরা আহযাব সূরা নং ৩৩: দেখে নিন ৩২ ও ৩৩ নং আয়াত) 🔜উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেলো এমন আলাপ করা যা স্পষ্ট হারাম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − eight =