রসূলুল্লহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন : দাইউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না

0
414

সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞেস করলেনঃ হে আল্লহর রসূল (সাঃ)! দাইউস কে? উত্তরে রসুলূল্লহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যে ব্যক্তি তার পরিবারে আল্লহর আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে

কোন তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে।’ অন্য বর্ণনায় এসেছে যে, ‘দাইউস হলো সে, যে তার

পরিবারে বেহায়পনার বাস্তবায়নে সন্তষ্ট ও পরিতুষ্ট।’ (মুসনাদে আহমদ)” [২] সালিম বিন ‘আব্দুল্লাহ তাঁর বাবার কাছ থেকে বর্ণনা করেছেন। রসুলুল্লহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ “তিন প্রকার মানুষের দিকে মহান আল্লাহ তা’আলা পুনুরুত্থান দিবসের দিন রহমতের দৃষ্টি দিবেননা- (1) যে মাতা-পিতার অবাধ্য। (2) যেই নারী তাঁর সাজ-সজ্জায় পুরুষের অনুকরণ করে এবং (3) আদ-দাইয়ুস। [সুনানে আন-নাসা’ঈঃ অধ্যায় ২৩, হাদীস ২৫৬৩] [৩] ইবনু ওমর (রাঃ) বলেন, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন শ্রেণীর লোকের প্রতি আল্লহ তা‘আলা জান্নাত হারাম করেছেন। (১) সর্বদা মদপানকারী, (২) পিতা-মাতার অবাধ্য সন্তান ও (৩) পরিবারে বেপর্দার সুযোগ দানকারী (দায়ূছ)’ (নাসাঈ, মিশকাত

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + 17 =