জাহান্নামের কিছু কঠিন পরিস্থিতি

0
170

১. যাক্কুম গাছ (এর ছড়াগুলো শয়তানের মাথার ন্যায়) খেতে দেওয়া হবে,তা গলায় আটকে যাবে। তখন সে চিৎকার করে পানি চাইবে। [সূরা ছাফফাত: ৬৩-৬৯] ২. তখন ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, যা তার ঠোট জিহবা ভিতরের কলিজা পর্যন্ত জালিয়ে দিবে। [ সূরা ছাফফাত: ৬৩-৬৯] ৩. উল্টোভাবে টেনে  হেচড়ে জাহান্নামে নিক্ষেপ

করা হবে,[সূরা ক্বামার: ৪৭-৪৮] ৪. শাস্তি এত কঠিন সে বাচার জন্য মরতে চাইবে কিন্তু সে মরবেও না আজাব থেকে বাঁচবে না,[সূরা আল: ১৩] ৫. পুঁজ মেশানো পানি পান করতে হবে,[সূরা ইবরাহীম: ১৬-১৭] ৬. আগুণ তাদের মুখ চামড়া দগ্ধ করবে ,[সূরা মুমিনূন: ১০৩-১০৪] ৭. জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হলো আগুনের ফিতাসহ দুটি জুতা (এতে মাথার মগজ ফুটতে থাকবে) ,[মুত্তাফাক্ব আলাইহ,মিশকাত হা: ৫৪২৩] ৮. চামড়া গলে যাবে, তখন সে স্থানে অন্য চামড়া পুনরায় সৃষ্টি হবে, এভাবে প্রতিদিন ৭০হাজারবার তার চামড়া পাল্টানো হবে। [সূরা নিসা: ৫৬] ৯. জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী ,[বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫২৩৪] ১০. প্রত্যেক কে জাহান্নামের উপর (পুলসিরাত) দিয়ে অতিক্রম করতে হবে,[সূরা মরিয়ম: ৭১] ১১. ফুটন্ত পানি মাথায় ঢালা হবে(এতে নাড়ি ভুঁড়ি দু’পায়ের মধ্য দিয়ে গলে গলে বের হয়ে যাবে, পুনরায় ঠিক হয়ে যাবে),[সিলসিলা ছহীহা: ১৪৫৫] ১২. ‘খোরাসানী’ উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে (যা একবার দংশন করলে তার বিষ ও ব্যাথা ৪০ বছর পর্যন্ত থাকবে),[আহমাদ, মিশকাত হা: ৫৬৯১] ১৩. জাহান্নামের উত্তাপের তীব্রতা (এতো বেশি যে) একাংশ অপরাংশকে খেয়ে ফেলেছে, [বুখারী, তাহকীকে মিশকাত হা: ৫৯১] ১৪. কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি গোটা দুনিয়ার সম্পদ (যদি থাকতো তা) দিয়ে নিজেকে মুক্ত করতে চাইবে । [বুখারী, মুসলিম, মিশকাত হা:৫৪২৬] আল্লাহ তুমি আমাদেরকে নিজ দয়া ও অনুগ্রহ দ্বারা তোমার ঐ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত কর। আমিন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + seventeen =