বাবা -মার অবাধ্য না হওয়া

0
247

তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং মা-বাবার সঙ্গে উত্তম আচরণ করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ (বিরক্তি ও অবজ্ঞামূলক কথা) বলবে না এবং তাঁদের ধমক দেবে না, তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ২৩-২৪) আমরা অনেকেই অনলাইনে ইসলামিক বিভিন্ন কাজে ব্যাস্ত থাকি কিন্তু আমার ঘরে বৃদ্ধ পিতা, আর রান্নাঘরে কমর ব্যাথায় নুইয়ে পরা মা সারাদিন রাত কষ্ট করেন।আমরা আজ থেকে নিয়ত করে নিই প্রিয় বোনেরা—- ১.বাবা মাকে কষ্ট দিব না।ইন শা আল্লাহ।পুর্বে এরুপ করে থাকলে ক্ষমা চেয়ে নিব ইন শা আল্লহ ২.ফরজ বিধান লংঘন না হয় এমন সকল আদেশ মেনে চলার চেষ্টা করব। ৩. মাকে কোন কাজের আদেশ করব না,”সেটা

 এক গ্লাস পানি দেও” এ কথা বলেই হোক ৪.তাদের সেবা যত্ন করার যেটুকু সুযোগ রয়েছে তা করব,এবং তাদের জন্য সব সময় নিম্নের দু’য়াটি পড়ব رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا “হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।” ৫.আমরা যারা পিতা-মাতাকে হারিয়ে ফেলেছি আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আমরা হয় তাদের জন্য জান্নাতের উসিলা হব, নয়ত তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারন হব,তাই জীবনের প্রতি ক্ষেত্রে ইসলাম কে মেনে নিব, ইন শা আল্লাহ। বাবা -মার জন্য বেশি বেশি দু’য়া ও সাদাকা করব। “প্রত্যেক ভাল কাজ ই সাদাকা” আমরা সকলে আজকে থেকেই পাকাপোক্ত নিয়ত করে নিই—- আমরা যেন আজ থেকে বাবা -মা কষ্ট পান এমন কোন কাজ না করি ইন শা আল্লাহ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − sixteen =