৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ

0
334

১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা। ২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা। ৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা। ৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। ৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা। ৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া। ৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা। ৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা। ৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা। ১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা। ১১. সালাতুল দোহা আদায় করা। ১২. সময়মতো ফযর, যোহর, আছর, মাগরিব ও এশার নামাজ আদায় করা। ১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা। ১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা। ১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা। ১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা। ১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা। ১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা। ১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া। ২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আ-মীন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + 13 =