শুক্রবার  যোহর থেকে মাগরিব পর্যন্ত আমল

0
222

১.লা ইলাহা ইল্লাল্লাহ।

২.সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম।

৩.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

৪.লা ইলাহা ইল্লা আনতা সুব হানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালেমিন।

৫.হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল।

৬.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম।

৭.আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

৮.হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া,রাব্বুল আরশিল আযিম।

৯.কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।

সাইয়েদুল ইস্তেগফারঃ

আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী,ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘ত, আ‘ঊযুবিকা মিন শাররি মা ছানা‘ত।আউজু  লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আউযু বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

১০. আয়াতুল কুরসিঃ

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু ছিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ইনদাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়ুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।

১১. সুরা হাশরের শেষ দুই আয়াত:

১) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রাহিম।

২) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আযিযুল জব্বারুল মুতাকাব্বির।

সূরা বাকারার শেষ দুই আয়াত।

১.আ-মানাররাসুলু বিমা উংঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালা ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী লা-নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়া আতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।

২. লা-ইউকাল্লিফুল্লা-হু নাফসান ইল্লা উস ‘আহা-লাহা-মা কাছাবাত ওয়া ‘আলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিয না ইন নাছীনা আও আখতানা -রাব্বানা ওয়ালা তাহমিল ‘আলাইনা-ইসরাং কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিংকা  কাবলিনা রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহী ওয়া‘ ফু‘ আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা আংতা মাওলা-না

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 2 =