জামাতে আয়াত দীর্ঘ না করা সম্পর্কে রাসুল যা বললেন

0
192

এলেম শিক্ষার জন্য পর্যায়ক্রমে আগমন করা বোখারী ৮৯। হাদীসঃ হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি এবং আমার এক প্রতিবেশী- যিনি বনী ‘উমাইয়া বিন যায়েদ’ গোত্রের আনসারী ছিলেন, যারা মদীনার নিকটবর্তী পূর্ব দিকের এক গ্রামে বাস করতেন। আমরা উভয়ে এলেম শিক্ষার জন্য হুযুরে (সঃ)-এর দরবারে আগমন করতাম। একদিন তিনি আসতেন একদিন আমি আসতাম। যে দিন তিনি আসতেন সে দিন আমি তাঁর কাছে খবর নেয়ার জন্য আসতাম, আজ কোন ওহী এসেছে কিনা বা অন্য কোন খবর আছে কিনা? আর যে দিন আমি আসতাম তিনিও অনুরূপ আমার কাছে খবর জানার জন্য আসতেন। তিনি বলেন, এক সময় আমার সাথী আনসারী তার নির্ধারিত দিনে হুযুর (সঃ) এর দরবারে উপস্থিত হলেন (সে দিন হুযুর (সঃ)-এর উন্মুল মোমেনীন থেকে দূরে থাকার ঘটনার কথা শুনতে পেলেন), তিনি তাড়াতাড়ি বাড়ীতে গেলেন, ঘরের দরজা খুব জোরে নাড়া দিলেন এবং বললেন, তিনি (ওমর রাঃ) কি ঘরে আছেন? তার আগমনবার্তা শুনে আমি পেরেশান হয়ে তার কাছে ছুটে আসলাম।

আমাকে দেখে তিনি বললেন, ভাই ওমর! আজ তো বিরাট এক ঘটনা ঘটে গেছে। এতদশ্রবণে আমি সাথে সাথে হযরত হাফসা (রাঃ)-এর বাড়ীতে এসে দেখতে পেলাম, তিনি কাঁদছেন। আমি তার কান্না দেখে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সঃ) কি তোমাকে তালাক দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। অতঃপর আমি হুযুর (সঃ)-এর কাছে আসলাম। আমি দাঁড়ানো অবস্থায়ই হুযুর (সঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়েছেন? বললেন, না। আমি উক্ত আনসারীর খবরে আশ্চর্যান্বিত হয়ে বললাম ‘আল্লাহু আকবার’। ৯০। হাদীস: হযরত আবূ মাসউদুল আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি হুযুর (সঃ)-এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! অমুক ব্যক্তি যে ভাবে নামায লম্বা করছেন, তাতে নামাযে শরীক হওয়া আমার পক্ষে অসম্ভব হচ্ছে। এতদশ্রবণে হুযুর (সঃ) আমাদেরকে নসীহত করার জন্য মসজিদে দাঁড়ালেন। রাবী বলেন, আমি হুযুর (সঃ)-কে কোন দিন ওয়াজ নসীহতে আজকের মত এত অধিক রাগান্বিত হতে দেখিনি। তিনি আমাদেরকে রাগতস্বরে বললেন, হে সাহাবাগণ! তোমরা লোকদেরকে নামাযের জামাআত থেকে দূরে রাখতে চাচ্ছ কেন? যে লোকদেরকে নিয়ে জামাআতে নামায আদায় করবে, সে যেন নামায দীর্ঘায়িত না করে; বরং ছোট ছোট কেরাআতে নামায আদায় করে। যেহেতু জামাআতে শরীকদের মধ্যে অসুস্থ, দুর্বল এবং বিভিন্ন ধরনের লোক রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × one =