হারানো বস্তু সম্পর্কে রাসুল সাঃ যা বললেন

0
278

সহীহ বোখারী শরীফ ৯১। হাদীস: একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-কে হারানো বস্তু সম্পর্কে প্রশ্ন করলেন, তা পাওয়ার পর কি করা হবে? তিনি বললেন, তার মুখবন্ধ লেবেল বা মলাট ভালভাবে চিনে লও। তারপর এক বছর পর্যন্ত লোকদেরকে জানাতে থাক। যদি এর মধ্যে কেউ না আসে তা হলে তা দ্বারা তুমি উপকৃত হও। যদি এর পরে কেউ আসে, তবে তুমি অনুরূপ বস্তু তাকে দিয়ে দাও। প্রশ্নকারী পুনরায় বললেন, হারানো উট সম্পর্কে কি করতে হবে? এতদশ্রবণে হুযুর (সঃ) খুব রাগান্বিত হলেন। এমন কি তাঁর চেহারা মোবারকের উপরিভাগ অথবা বলেছেন মুখমণ্ডল লাল হয়ে গেল এবং বললেন, এতে তোমার কি? উটের সাথে খাদ্য পানীয় রয়েছে। সেটি পানির ঘাট চিনে এবং বৃক্ষ থেকে খেতে পারবে, সেটিকে তার অবস্থায় ছেড়ে দাও। মালিক অবশ্যই তা খোঁজ করে নিবে। অতঃপর সে ব্যক্তি প্রশ্ন করলেন, হারানো বকরীর কি হুকুম? উত্তরে হুযুর (সঃ) বললেন, তা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা চিতা বাঘের জন্যে। অর্থাৎ হারানো বকরী পাওয়া গেলে তা ব্যবহার করা যাবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 + 6 =