জুম’আর দিনের অত্যন্ত দামী একটি সুন্নত আমল হচ্ছে রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করা

0
80

তাই আসুন আমরা জুম’আর দিনের ফজিলতপূর্ণ সময়টুকু দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি ইন শা আল্লাহ।

১) আল্ল-হুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদ, ওয়া ‘আলা আ~লি মুহাম্মাদ

اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ

২) আল্ল-হুম্মা সল্লি’আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদ

اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ • اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ

৩) আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ-

اللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

৪) ওয়াস সলাতু ওয়াস সালামু ‘আলা রসূলিল্লাহ

وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ

৫) সল্লল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম

 صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

➡️ বাংলায় উচ্চারণের ক্ষেত্রে এই [ ‘ ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ – ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

🔲 উপরোক্ত দুরূদ শরীফগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

জুম’আর দিন আসরের শেষ মূহুর্তে অর্থাৎ মাগরিবের পূর্ব মূহুর্তে দোয়া কবুল করা হয়। আর তাই আপনারা এই সময়টিতে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ পাঠ করে বেশি বেশি করে দোয়া করুন। আপনাদের দোয়াও কবুল করা হবে ইন শা আল্লাহ। [আবু দাউদ- ১০৪৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =