হীরক দ্যুৎতি

0
603

এস ই ইসলাম

শীত এসেছে রূপসী বাংলায়
শহর থেকে গ্রাম-গায়ে,
শীতের শিশির যেন ছড়ায় হীরক দ্যুৎতি
সকালের রোদে আনে আলোর জ্যোতি।
শিশির কনা টুপ করে ঝরে পড়ে মাটির কোলে
শীতের চাদর গায়ে কুয়াশা লুকায় ভয়ে,
শীত লুকিয়ে উকিঁ দেয় কৃষানীর আঙিনায়
প্রজাপতিরা নৃত্য করে দক্ষিনা জানালায়।
মৌমাছি সরিষার ক্ষেতে করে গুনজন
মধু আহরনের সময় এখন,
অতিথি পাখিরা গাছের ডালে করছে নাচানাচি
শুনছি বসে হরেক সুরে গাইছে বনের পাখি ।
শহরের শীত বড়ই অদ্ভুদ,
কে কার খবর রাখে।
মনের সুখে শহরের মানুষ,
ঘুমায় লেপের আচেঁ।
শীতের বুড়ি আনন্দে তাই,
মুখটি চেপে হাসে।
বছর ঘুরে ঋতুটি
এমনি করেই আসে,
মোদের কাছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × one =