জানাবাতের গোসল

0
351

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা:) জানাবাতের গোসল করতে ইচ্ছা করলে পাত্রে হাত ঢুকানোর আগে প্রথমে তা ধৌত করে নিতেন। অত:পর লজ্জাস্থানে ধুইতেন ও সালাতের জন্য উযূ করার ন্যায় উযূ করতেন। পরে শরীরের সবগুলি লোম পানিতে ভিজাতেন ও মাথায় তিন অঞ্জলী পানি ঢেলে দিতেন।

ইমাম তিরমিযী (র:) বলেন: হাদিসটি হাসান ও সহীহ।

আমরা সবসময় গোসল করে পবিত্র থাকার চেষ্টা করবো।

(হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। রাসূলের সুন্নাহ অনুসরণ করবো।

বেশি বেশি হাদিস পড়ার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =