কেউ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের এক রাকাআত পায়

0
320

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: সূর্য উঠার আগে কেউ যদি ফজরের সালাত এক রাকাআত পায় তবে সে ফজরের সালাত পেয়ে গেল। আর কেউ যদি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের এক রাকাআত পায় তবে সেও আসরের সালাত পেয়ে গেল। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৮৬)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − two =